মেসিদের করোনা আতঙ্ক

ব্রাজিলে করোনার প্রকোপ মারাত্মকভাবে ছড়িয়েছে। পাঁচ লাখের বেশি লোক সে  দেশে  মারা গেছে। কোপায় খেলতে আসা অন্যান্য দলের খেলোয়াড়,কোচ ও অন্যান্যরা খুবই চিন্তায় আছেন। যে কোন সময় এই মারণ ভাইরাসের সংক্রমণ হতে পারে। আর্জেন্টিনার অধিনায়ক মেসি জানান অনেক দলের মধ্যেই করোনা সংক্রমণ ধরা পড়েছে। তারা সতর্ক আছেন তবে কাজটা কঠিন। টিকা নিলেও যে ভাইরাস আক্রমণ করবে না তা ঠিক নয়।