ইউরোতে স্লোভাকিয়া ২-১ গোলে হারাল পোল্যান্ডকে। ১৮ মিনিটে সেম সাইড গোলে স্লোভাকিয়া এগিয়ে যায়। তবে বিরতির পর খেলা শুরু হতেই পোল্যান্ড গোল শোধ করে দেয়। গোল করেন লিনেত্তি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে পোল্যান্ডের ক্রিকোডিয়াক মাঠের বাইরে চলে যান। খেলার শেষ ২৮ মিনিট পোল্যান্ড ১০ জনে খেলেছে। .এরপর স্ক্রিনিয়ার দলের দ্বিতীয় গোল করলে স্লোভাকিয়া ম্যাচ জিতে যায়।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...