ইউরো কাপে পর্তুগাল হারালো হাঙ্গেরিকে। খেলার ফল ৩-০। রোনালডো একাই করেন দু গোল। ৮৩ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। রোনালডো দুদলের মধ্যে ব্যবধান গড়ে দেন। তাঁর ফিটনেস অনবদ্য এবং এটা তাঁর পঞ্চম ইউরো কাপ। তবে ৮৪ মিনিটে রাফায়েল প্রথম গোল করেন । এরপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডো গোল করেন। অতিরিক্ত সময়ে আবার রোনালডো গোল করে খেলার ফল নিয়ে যান ৩-০।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...