ফ্রান্স ভাল খেললো ও জিতলো। তাদের কোচ দেশঁ ডায়মন্ড সিস্টেমে দলকে খেলালেন। তবে জার্মানরা বল দখলে এগিয়েছিল। খেলার ফল ১-০। ১৫ মিনিটে ফ্রান্সের বাঁজামা পাত্তর শট অল্পের জন্য গোলে যায় নি। ২০ মিনিটে হার্নান্দেস বক্সে সেন্টার করেন এমবাপেকে। কিন্তু বল জার্মান ডিফেন্ডার হুমেলস নিজের গোলে পাঠিয়ে দেন। এর দুমিনিট পর জার্মানির মুলারের হেড অল্পের জন্য গোলের বাইরে চলে যায়।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...