ফ্রান্স ভাল খেললো ও জিতলো। তাদের কোচ দেশঁ ডায়মন্ড সিস্টেমে দলকে খেলালেন। তবে জার্মানরা বল দখলে এগিয়েছিল। খেলার ফল ১-০। ১৫ মিনিটে ফ্রান্সের বাঁজামা পাত্তর শট অল্পের জন্য গোলে যায় নি। ২০ মিনিটে হার্নান্দেস বক্সে সেন্টার করেন এমবাপেকে। কিন্তু বল জার্মান ডিফেন্ডার হুমেলস নিজের গোলে পাঠিয়ে দেন। এর দুমিনিট পর জার্মানির মুলারের হেড অল্পের জন্য গোলের বাইরে চলে যায়।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...