আবার মাঠে কামড়

২০১৪ সালে বিশ্বকাপে উরুগুয়ের সুয়ারেজ কামড়ে দেন ইতালির কিয়েল্লিনিকে। এজন্য সুয়ারেজের ৪ মাস নির্বাসন হয় আবার এই ঘটনা ঘটল যখন জার্মানির রুডিগার ফ্রান্সের তারকা পোগবাকে ইউরো কাপের ম্যাচে কামড়ে দেন। রুডিগার পরে ক্ষমা চেয়েছেন। নিজেদের মধ্যে সম্পর্ক ভাল থাকায় পোগবাও রুডিগারের শাস্তি চান না।