বেলজিয়াম জিতল ডেনমার্কের বিরুদ্ধে।খেলার ফল ২-১। গত ম্যাচে ডেনমার্ক দলের খেলোয়াড় এরিকসন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিল। সেই আতংক থেকে তারা এখনো বেরিয়ে আসতে পারে নি। যদিও আজ খেলা শুরুর ২ মিনিটেই ডেনমার্ক গোল করে এগিয়ে যায়। ৫৪ মিনিটে গোল শোধ করেন দ্য ব্র্যুইনের পাস থেকে আজর। ৭১ মিনিটে দ্য ব্রুইন গোল করলে বেলজিয়াম ২-১ গোলে জিতে যায়।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...