ইউক্রেন জিতল

ইউক্রেন ২-১ গোলে হারালো উত্তর ম্যাসিডোনিয়াকে। এই খেলা বুখারেস্টে হয়েছে। ২৯ মিনিটে ইয়ারমোলেনকে গোল করে  ইউক্রেনকে ১ গোলে এগিয়ে দেন। পাঁচ মিনিটের মধ্যে দলের দ্বিতীয় গোল করেন রোমান। ৫৫ মিনিটে পেনাল্টি পায়  উত্তরম্যাসিডোনিয়া। আলিয়াসকের শট গোলরক্ষকের হাত থেকে বেরিয়ে এলে তা তিনি গোলে ঠেলে দেন। ইউক্রেনের ২ ম্যাচে ৩ পয়েন্ট হল।