আজ আর্জেন্টিনা বনাম উরুগুয়ে

প্রথম ম্যাচে আর্জেন্টিনা চিলির সঙ্গে ড্র করেছিল। আজকে তারা কঠিন প্রতিপক্ষ উরুগুয়ের সামনে। আর্জেন্টিনা কিছুটা চাপে  আছে। আগের ম্যাচে চিলির বিরুদ্ধে  অনবদ্য গোল করেছিলেন মেসি ফ্রি কিক  থেকে। কিন্তু চিলি পরে গোল শোধ  করে দেয়। একারণে মেসি খুব হতাশ হয়েছেন। তবে তিনি আশা ছাড়ছেন না। নতুন করে  লড়াই শুরু করে  দলের জয়ের জন্য ঝাঁপাবেন।