আজ জার্মানি বনাম পর্তুগাল

প্রথম ম্যাচে পর্তুগাল ৩-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে অন্য দিকে  জার্মানি ১ গোলে হেরে গেছে  ফ্রান্সের কাছে। এই গ্রুপ খুব কঠিন। শেষ ষোলোয় যেতে গেলে আজ জার্মানিকে জিততেই হবে। জার্মানি ও স্পেন ইউরোতে সবচেয়ে সফল দল। দুদলই তিনবার করে  জিতেছে।পর্তুগাল গতবারের চ্যাম্পিয়ন এবং তাদের অধিনায়ক রোনালডো  দারুন ফর্মে। জার্মান কোচ লো বলেছেন তার দলকে গোল করার জন্য  আক্রমণ জোরালো করতে হবে।