যোগ ব্যায়ামের প্রসারে প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৭ সালে ২১ সে জুন যোগ ব্যায়ামের প্রচার ও প্রসারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লককনৌ তে ৫১০০০ অংশগ্রহন কারী দের সাথে মিলিত হয়েছেন ।ভারতের অনেক ব্যবসায়ী এবং নেতাও এতে অংশগ্রন করেছেন । উল্লেখযোগ্য যে ওই একই সালে নিউ ইয়র্কে হাজার হাজার লোক যোগ ব্যায়াম করার উদ্দেশ্যে জড় হয়েছেন টাইম স্কোয়ারে । ২০১৭ সালের
থিম টি ছিল স্বাস্থ্যের জন্য যোগ ।