২০১৪ সালে এর প্রস্তুতি কি ভাবে শুরু করেছিল ভারত এবং জাতি সংঘ মিলে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০১৪ সালে ১১ ডিসেম্বর জাতি সংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জি ,সাধারণ অধিবেশনে খসড়া প্রস্তাব টি পেশ করেছিলেন বিশ্বব্যাপী যোগ দিবস পালনের জন্য ।তার এই প্রস্তাব টি বিশ্বের ১৭৭ টি দেশ রেসল্যুশন আকারে পাশ করেছিলো ।এই দিনটি বিশ্বের প্রথম যোগী মহাদেব শিব এই দিনটিতে ব্যাকি মানব জাতি কাছে যোগ জ্ঞান প্রচার শুরু করেছিলেন ,তিনি হন বিশ্বের প্রথম গুরু ।