স্পেনের ড্র

ইউরোতে স্পেন পোল্যান্ডকে হারাতে পারল না। খেলা ১-১ গোলে শেষ হল।  প্রথমার্ধে স্পেন  ১ গোলে এগিয়েছিল। গোলদাতা মোরাতা বিরতির পর ৫৪ মিনিটে পোল্যান্ডের লেয়নডোস্কি গোল শোধ করে দেন। তবে স্পেন পেনাল্টি নষ্ট করেছে। তাদের মোরেনো পেনাল্টি পোস্টে মারেন। আজকের খেলার শেষে স্পেনের পয়েন্ট হল দু ম্যাচে দুই। গ্রূপে তারা আছে তৃতীয় স্থানে। পোল্যান্ড ২ ম্যাচে ১ পয়েন্ট ,আছে ৪ নম্বরে।