ফ্রান্স ড্র করল

ইউরো কাপে ফ্রান্সের সঙ্গে হাঙ্গেরির খেলা ড্র হল। খেলার ফল ১-১। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রায় ৬৩ হাজারের কাছাকাছি দর্শক এই খেলা দেখেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হাঙ্গেরি গোল করে এগিয়ে যায়।বিরতির পর ৬৬ মিনিটে ফ্রান্স  গোল শোধ করে দেয়। গোলদাতা গ্রিজমান। দু ম্যাচ খেলার পর ফ্রান্সের পয়েন্ট ৪ এবং এখনো তারা গ্ৰুপের  শীর্ষে আছে।