আগের খেলায় জার্মানি ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল।কিন্তু আজ তারা ঘুরে দাঁড়িয়ে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে দিল। বিরতিতে জার্মানি এগিয়ে ছিল ২- ১গোলে। শুরু থেকেই জার্মানি গোলের জন্য মরিয়া খেলা খেলতে থাকে। কিন্তু পর্তুগাল খেলার গতির বিরুদ্ধে ১৫ মিনিটে গোল করে দেয়। গোলদাতা রোনাল্ডো। দুটি সেম সাইড গোল হয় পর্তুগালের বিরুদ্ধে।বিরতিরপর হাভার্টজ ও রবিন দু গোল করেন। ৬৭ মিনিটে পর্তুগালের জোটা গোল করলে ফল হয় ৪-২।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...