মেসিদের জয়

আর্জেন্টিনা উরুগুয়েকে ১ গোলে  হারালো। গোলদাতা  রদ্রিগেজ।  তার  খেলা সবার ভাল লেগেছে। তিনি আজ প্রথম দেশের হয়ে খেলতে নামলেন। মেসি আজ নিজে গোল  করতে  পারেননি। কিন্তু তার ক্রস থেকে হেডে গোল হয়। দুই খেলার পর তাদের পয়েন্ট ৪ এবং চিলির সঙ্গে গ্রুপে শীর্ষে আছে। অন্য খেলায়  চিলি ১ গোলে হারায় বলিভিয়াকে।