আর্জেন্টিনা উরুগুয়েকে ১ গোলে হারালো। গোলদাতা রদ্রিগেজ। তার খেলা সবার ভাল লেগেছে। তিনি আজ প্রথম দেশের হয়ে খেলতে নামলেন। মেসি আজ নিজে গোল করতে পারেননি। কিন্তু তার ক্রস থেকে হেডে গোল হয়। দুই খেলার পর তাদের পয়েন্ট ৪ এবং চিলির সঙ্গে গ্রুপে শীর্ষে আছে। অন্য খেলায় চিলি ১ গোলে হারায় বলিভিয়াকে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...