ইতালি জিতল

ইতালি ওয়েলসকে ১-০ গোলে হারাল এবং ৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে গ্ৰুপ  শীর্ষে রইল।এই ম্যাচের আগেই ইতালি শেষ ষোলোয় চলে গিয়েছিল। তাদের সঙ্গে গ্ৰুপে  দ্বিতীয় হয়ে ওয়েলস পরের পর্বে গেল। আজ ইতালির কোচ দলে আটটি পরিবর্তন করেছিলেন। তবে ওয়েলস রক্ষণ খুব মজবুত করে রেখেছিল যাতে গোল বেশি না খেয়ে যায়। ৩৯ মিনিটে  ইতালির ভেরাত্তির ফ্রি কিক থেকে  পাসেনা  ডান পায়ের শটে  গোল করেন।