স্পেনকে জিততে হবে

ইউরো  শুরু  হওয়ার আগে সকলে স্পেনকে নিয়ে আশাবাদী ছিলেন।কিন্তু পর পর দুটি ম্যাচে তারা জিততে পারেনি।  সুইডেন ও পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে। পোল্যান্ডের বিরুদ্ধে গোল করে এগিয়েও গিয়েছিল কিন্তু পরে গোল খেয়ে যায়। এরপর পেনাল্টি থেকে গোল করতেও  ব্যর্থ হয়। স্পেনের কোচ এনরিকে চাপে  আছেন।তিনি  জানান দল ভাল খেলতে পারছে না এবং সহজ  গোলের সুযোগ নষ্ট হচ্ছে।