তুরস্কের সঙ্গে সুইজারল্যান্ডের জীবন মরণ ম্যাচ ছিল ৬ মিনিটের মাথায় সুইজারল্যান্ড গোল করে এগিয়ে যায়। গোলদাতা সেফেরোভিচ। ২৬ মিনিটে শাকিরি গোল করলে ফল দাঁড়ায় ২-০। বিরতির পর ৬২ মিনিটে তুরস্কের খাভেচি গোল করে ব্যবধান কমান। ৬৮ মিনিটে শাকিরি আবার গোল করে নিজের দলকে ৩-১ গোলে এগিয়ে দেন। তবে সেরা চার তৃতীয় দল হিসাবে সুইজারল্যান্ড পরের পর্বে যেতে পারে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...