এবারে ইউরো কাপের আগে জার্মানিকে নিয়ে অনেকেই বিশেষ মাথা ঘামাননি। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ১ গোলে হারার পর তা আরো প্রকোট হয়।তবে শনিবার পর্তুগালকে ৪-২ গোলে হারানোর পর সব হিসাব ওলোটপালোট হয়ে গেছে। জার্মান কোচ মনে করেন আক্রমণাত্মক খেলার জন্যই জার্মানি ঘুরে দাঁড়িয়েছে। এবারে তাদের সামনে হাঙ্গেরি। জিততে পারলেই এবারে তারা গ্রুপ অফ ডেথ থেকে পরের পর্বে চলে যেতে পারবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...