বেলজিয়াম পরের রাউন্ডে

ইউরো ২০২০  তে গ্রুপ বি থেকে পরের রাউন্ডে চলে  গেল বেলজিয়াম। বেলজিয়াম প্রথম দু ম্যাচে পর পর  জিতে এই খেলার আগেই শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত করেছিল। আজ তারা ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে দেয়। ৭৪ মিনিটে  রাডিকির  সেম  সাইড  গোলে এগিয়ে যায় বেলজিয়াম।৮১ মিনিটে  লুকাকু গোল করলে ফল দাঁড়ায় ২-০।