ফ্রান্সের গ্ৰুপের শেষ খেলা পর্তুগালের বিরুদ্ধে। তারা এখনো গ্ৰুপের শীর্ষে আছে। তবে চোটের কারণে ফ্রান্সের ফরওয়ার্ড দেম্বেলে সোমবার চ ইউরো কাপ থেকে সরে গেলেন। শনিবার হাঙ্গেরির বিরুদ্ধে খেলার সময় তিনি হাঁটুতে চোট পান।চোট গুরতর বলেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। হাসপাতালে এক্স রে করানোর পর তার গুরুতর চোট ধরা পরে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...