ইতালি ইউরো জয়ের দাবিদার

পর পর তিন ম্যাচে জিতে শেষ ষোলোয় পৌছে গেছে ইতালি। প্রি  কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। রবিবার রাতে ওয়েলসের সঙ্গে খেলায়  প্রথম দলে  আটটি পরিবর্তন করেছিলেন দলের কোচ মানচিনি। কিন্তু তাতেও দলের জয় এসে যাওয়ায় কোচ খুব খুশি। দলের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রমান করে দেওয়াতে কোচ আনন্দিত। তিনি বলেছেন  খুব গরমে এর থেকে ভাল খেলা সম্ভব নয়।