করোনা বিধি ভেঙেছে চিলি

কোপা আমেরিকার খেলা চলছে।  তার মধ্যে  করোনা  বিধিনিষেধ  অমান্য করল চিলি।এক জন নাপিত তাদের হোটেলে প্রবেশ করেছিল। এই অভিযোগ চিলি মেনে নিয়েছে। তবে সে লোকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে ফুটবলাদের তার সংস্পর্শে আসা উচিত হয় নি। কতজন  ফুটবলার তার সংস্পর্শে এসেছিল তো জানা যায় নি। তবে দোষীদের জরিমানা করা হবে বলে জানা গেছে।