ডেল্টা প্লাসের ভয়ে কাঁটা ভারতের বিশেষজ্ঞ ডাক্তার রা

ভারতের ভাইরোলজিস্ট চিকিৎসক এবং বিজ্ঞানীরা করোনার তৃতীয় ঢেউ ডেল্টা প্লাসের স্ট্রেন নিয়ে বিশেষ
ভাবে চিন্তিত ।ইতিমধ্যে ভারতের তিন রাজ্যে এই স্ট্রেনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে ।বিশ্বের ব্রিটেন ,রাশিয়া,চীন ,পোল্যান্ড ,সুইজারল্যান্ড সহছয়টি দেশে এটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ।চিকিৎসক দের চিন্তা ডেল্টা প্লাসের চিকিৎসার ধরণ আলাদা ,গোড়াতেই একে না বাধলে শিশু সহঅনেকের অবস্থা খারাপ হতে পারে ।