আজকে ভারতীয় সময় রাত ৯ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সুইডেন বনাম পোল্যান্ড এবং স্লোভাকিয়া বনাম
স্পেনের খেলা ,রাত ১২ টা ৩০ অনুষ্ঠিত হবে পর্তুগাল বনাম ফ্রান্স এবং জার্মানি বনাম হাঙ্গেরির খেলা ।কোপা তে ইকুয়েডর বনাম পেরুরখেলা হবে রাত ২টা ৩০ মিনিটে এবং বৃহস্পতিবার ভোর ৫ টা ৩০ অনুষ্ঠিত হবে ব্রাজিল বনাম কলম্বিয়ার খেলা ।