বিনামূল্যের ভ্যাকসিন নেই শিলিগুড়িতে

শিলিগুড়িতে ভ্যাকসিন নিয়ে সমস্যা চলছেই। টিকাকরন  কর্মসূচি প্রায় বন্ধ। হাতে গোনা  কয়েকটি কেন্দ্র ছাড়া ভ্যাকসিন দেওয়া  হচ্ছে না। যদিও টাকা দিয়ে বেসরকারি জায়গা থেকে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। দেশের  প্রধানমন্ত্রী জানান ২১ শে  জুন থেকে ১৮ বছরের বেশি  বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া  হবে। বিনামূল্যে না পাওয়ায় মানুষেরা  টাকা  দিয়ে ভ্যাকসিন নিতে বাধ্য হচ্ছেন।