নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কাশ্মীরের আকনুরের আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতে ঢোকার চেষ্টা করলে এক পাক জঙ্গিকে খতম করে সেনা বাহিনী । অপরদিকে কাশ্মীরের কুপিয়ারার কাছে কেরন সেক্টরে সীমান্তে প্রবেশ করতে গিয়ে সেনা বাহিনীর গুলিতে খতম হন দুই পাক জঙ্গি ,এর পাশাপাশি সেনা বাহিনী জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করেছে ৫ টি পিস্তল ,১০ টি পিস্তল ম্যাগাজিন ৬০ টি বুলেট পিস্তল একটি এসল্ট রাইফেল দুটি একে ম্যাগাজিন ২৩৪ রাউন্ড গুলি এবং ১৫টি হ্যান্ড গ্রেনেড ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...