কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহার করার জন্য গত প্রায় আট মাস ধরে দিল্লি সীমান্তে কৃষকরা অবরোধ করেছেন। এই অবরোধ কবে কিভাবে উঠবে তা বিজেপির নেতারা জানেন না। এদিকে সামনের বছর পাঁচ রাজ্যে বিধানসভার ভোট। তারা জানেন পাঞ্জাবে ক্ষমতায় ফেরা সম্ভব নয়। পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকেরা ও অসুন্তুষ্ট। অবিলম্বে কৃষকদের ক্ষোভ দূর করতে না পারলে উত্তরপ্রদেশ থেকেও ক্ষমতা চলে যেতে পারে। এই নিয়ে নাড্ডার সঙ্গে বৈঠকে বসেন দলের কিষান মোর্চার নেতারা।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...