প্রতি বছর ২৩ সে জুন শ্যামা প্রসাদ মুখ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে হাজরা পার্কে রক্তদান শিবিরের আয়োজন
করে রাজ্য বিজেপি ।কিন্তু এইবার পুলিশি বাঁধায় তা করা যায়নি ।কলকাতা পুলিশের তরফে জানানো হয় বর্তমানে বিধি নিষেধ চলছে এইঅবস্থায় কোনো জমায়েত অথবা কার্যকলাপ নিষিদ্ধ । বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন আমরা করোনা আবহাওয়া তে নিয়ম কানুন মেনেই ওই শিবির করতাম ।