বেশ কয়েক দিন ধরে অভিযোগ আসছিলো হাওড়া শহরে করোনা বিধি সেই ভাবে মানা হচ্ছে না ।গতকাল
হাওড়ার জেলা শাসক পুলিশ কমিশনার ,পুর কমিশনার ও স্বাস্থ্য দফতর ও পুরসভার আধিকারিক রা ওই ১৮ টি কোন্টাইনমেন্ট জোন ঘুরেদেখেন তার পরেই কন্টেনমেন্ট এলাকাতে পুলিশি নজরদারি বাড়ে ,হাওড়া পুলিশের এক কর্তা বলেন কন্টাইনমেন্ট এলাকাতে অনেকে সুস্থ্যহয়ে উঠছেন এর ফলে জোনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে ।