জার্মানি ও হাঙ্গেরির খেলা ড্র হল। খেলার ফল ২-২। হাঙ্গেরি প্রথম গোল কে এগিয়ে যায়। ৬৬ মিনিটে সে গোল শোধ করেন হাবার্টজ। কিন্তু তখন বোঝা যায় নি যে খেলার অনেক নাটক বাকি ছিল। দু মিনিটের মধ্যে হাঙ্গেরি আবার গোল করলে খেলার ফল হয় ২-১। গোল দাতা আন্দ্রে শিফার।ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে গোল শোধ করে দেন গোরেৎজা।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...