স্পেনের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। আজ না জিতলে ইউরো থেকে বিদায় নিতে হত। তার ওপর ছিল সমালোচনার ঝড়। কোচ এনরিকে ও খুব চাপে ছিলেন স্পেন দলকে নিয়ে। শুরু থেকেই আক্রমণে গিয়ে এবং বলকে তাড়া করে ম্যাচটা হাতে নিয়ে নেয় স্পেন। স্লোভাকিয়া খেলা ড্র করার জন্য চেষ্টায় ছিল। কিন্তু স্পেনের চাপে তারা আত্মসমর্পণ করে। বিরতির আগেই ২ গোল করে স্পেন। বিরতির পর আরো ৩ গোল করে ৫-০ গোলে তারা ম্যাচ জিতে যায় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...