এই খেলার আগেই সুইডেন পরের পর্বে চলে গিয়েছিল। আজকে পোল্যান্ডের সঙ্গে খেলায় তাদের কোন চাপ ছিল না। অপরদিকে শেষ ষোলোয় যেতে আজ জিততেই হত পোল্যান্ডকে। তাদের লেয়নডোস্কি দু গোল করেও ম্যাচ জিততে পারলেন না। সুইডেন ৩ গোল করে দিল। ই গ্ৰুপে তারা শীর্ষে থেকে পরের পর্বে গেল। সুইডেন ৮২ সেকেন্ড ও ৫৯ মিনিটে গোল করার পর পোল্যান্ড ৬১ ও ৮৪ মিনিটে গোল শোধ করে দেয়। অতিরিক্ত সময়ে ক্লাসেন গোল করলে সুইডেন জিতে যায়।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...