বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত হেরে গেল ৮ উইকেটে। আজ ভারত শুরু করে ২ উইকেটে ৬৪ থেকে। ভুল শট খেলে পূজারা,কোহলি,পন্থ সবাই আউট হল। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের দরকার ছিল ১৩৮ রান। ৪৪ রানে তারা দুই উইকেট হারালেও তাদের অধিনায়ক উইলিয়ামসন ও টেলর মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে জয়ের রান তুলে নেয়।