ওয়েলসকে ৪-০ গোলে হারিয়ে ডেনমার্ক পৌঁছে গেল শেষ আটে। গ্ৰুপের শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়তারা শেষ ষোলোয় যায়। এই দিন দু গোল করলেন ডোলবার্গ এবং তিনিই খেলার নায়ক। বাকি দুই গোল করেন মেহেল ও ব্রেথওয়েথ শুরুর দিকে ওয়েলস প্রচুর সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। তাদের ব্রেথ গোল করতে পারেনি। টানা ১৫ ম্যাচে সে গোল পেল না।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...