নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : টানা দুটি আওয়ে ম্যাচে জেতার পরে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট নষ্ট করলো চেন্নাই এফসির কাছে ২-১ গোলে হেরে । প্রথম অর্ধে চেন্নাই এফসির হয়ে গোল করেন ফিলিপে তার পরে ইস্টবেঙ্গলের হয়ে গোল শোধ করেন স্ট্রাইকার এনরিকে । কিন্তু ইস্টবেঙ্গলের স্ট্রাইকার রা চেন্নাই য়ের রক্ষণে ভাঙ্গন ধরাতে পারেননি । ৮৮ মিনিটে ইস্টবেঙ্গলের গোল কিপার রক্ষীর ডাগরের সৌজন্যে পেনাল্টি পায় চেন্নাই এফসি তার সদ ব্যবহার করেন জেসুস ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...