চেকেরা চিন্তায় আছে.

আজ চেক দল  খেলতে নামবে নেদারল্যান্ডের বিরুদ্ধে।গ্ৰুপ  ডি  থেকে তৃতীয় হয়ে চেকেরা  শেষ ষোলোয় পৌঁছেছে। চেকেরা  গ্ৰুপের  খেলায় দারুন খেলেছে এবং দলটির গভীরতা আছে বলে জানান নেদারল্যান্ডের কোচ। চেক কোচ ও নেদারল্যান্ডের খেলায় খুশি।  তিনি বিপক্ষ দলের খেলোয়াড়দের দক্ষতা, গতি ও বল দখলে রাখার ক্ষমতার প্রশংসা করেছেন।