ইউরো ২০২০ তে নেদারল্যান্ডের ব্যাপারে সকলে খুব বেশি আশাবাদী ছিলেন না। অধিনায়কের চোট ,কোচ কোমান দায়িত্ব ছেড়ে দেন এবং করোনায় আক্রান্ত হন গোলরক্ষক সিলেসেন।এই অবস্থায় খেলতে নেমে তারা গ্ৰুপের তিন ম্যাচ পর পর জিতে শেষ ষোলোয় পৌঁছেছে। তারা একবার মাত্র এই কাপ জিতেছে ১৯৮৮ তে। রবিবার তারা খেলবে চেক দলের বিরুদ্ধে। এই ম্যাচে বিশেষজ্ঞরা বলছেন নেদারল্যান্ড ই এগিয়ে থাকবে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...