চেকেরা হারাল নেদারল্যান্ডকে। মাঝমাঠ জমাট রেখে ও গতি দিয়েই তারা পরাস্ত করল নেদারল্যান্ডকে। ম্যাচের আগে বিশেষজ্ঞরা যদিও বলেছিলেন নেদারল্যান্ড ফেভারিট ৫৫ মিনিটে চেকের শিককে বাধা দিতে গিয়ে বল হাতে লাগান ম্যাথিয়াস ডি লাইট। ভিডিও দেখে রেফারী তাকে লাল কার্ড দেখান। ৬৮ মিনিটে চেকের হোলেস গোল করে ১-০ গোলে দলকে এগিয়ে দেন। ৮০মিনিটে হোলেসের পাস থেকে শিক গোল করে দেন।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...