চেকেরা হারাল নেদারল্যান্ডকে। মাঝমাঠ জমাট রেখে ও গতি দিয়েই তারা পরাস্ত করল নেদারল্যান্ডকে। ম্যাচের আগে বিশেষজ্ঞরা যদিও বলেছিলেন নেদারল্যান্ড ফেভারিট ৫৫ মিনিটে চেকের শিককে বাধা দিতে গিয়ে বল হাতে লাগান ম্যাথিয়াস ডি লাইট। ভিডিও দেখে রেফারী তাকে লাল কার্ড দেখান। ৬৮ মিনিটে চেকের হোলেস গোল করে ১-০ গোলে দলকে এগিয়ে দেন। ৮০মিনিটে হোলেসের পাস থেকে শিক গোল করে দেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...