গতকাল রাতে কেন্দ্র এক বিবৃতি দিয়ে জানিয়েছেন যে স্বল্প সঞ্চয়ে সব প্রকল্পে আগের সুদ ই বহাল থাকবে এই
নিয়ে গত বছর এপ্রিল ২০২০ থেকে এই ৩০ সে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত স্বল্প সঞ্চয়ের সুদ একই রইলো তার পরে ডাকঘর সেভিংস একাউন্টে সুদের হার ৪% রইলো । এক থেকে ৫ বছরের মেয়াদি জমাতে সুদের হার ৫.৫% -৬.৭% রইলো রেকারিং য়ে সুদের হার রইলো ৫.৮% সিনিয়র ,সিটিজেন সেভিংস স্কীমে ৭.৪% এবং এমআইএস য়ে ৬.৬%।পিপিএফ ৭.১% এবং সুকন্যা সমৃদ্ধি তে ৭.৬%।