নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সারা দেশ জুড়ে ইস্পাত শিল্প কর্মীদের বেতন পুনর বিন্যাসের দাবিতে রাষ্ট্রায়াত্ব ইস্পাত শিল্প ক্ষেত্রে গত বুধবারধর্মঘট পালন করলো শ্রমিক সংগঠন সিটু এআইটি ইউসি ,এইচ এম এস এবং বিএমএস ।আইএন টিইউ সি এবং আইএনটিটি ইউ সি ধর্মঘটেযোগ দেয়নি ।ইস্কোর জনসংযোগ আধিকারিক বলেন গতকাল স্থায়ী কর্মীদের ১০% ঠিকা কর্মীদের ৮০% এবং অফিসারদের ১০০% কাজে উপস্থিত ছিল।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...