আগের ম্যাচে স্পেনের গোলরক্ষক দলকে নিজ গোল করে পিছিয়ে দিয়েছিলেন। আজ সুইসদের বিরুদ্ধে টাইব্রেকারে তিনি দুটি পেনাল্টি শট আটকে দিয়ে দলকে সেমিফাইনালে তুললেন। ১২০ মিনিট খেলার পর ফল ছিল ১-১। ৮ মিনিটে সুইজারল্যান্ডের জাকারিয়া সেম সাইড গোল করেন। ৬৮ মিনিটে খেলায় সমতা ফেরান সুইসদের শাকিরি। ৭৭ মিনিটে লালকার্ড দেখেন ফ্রিউলার এবং তারপর সুইসরা ১০ জনে বাকি সময় লড়াই করে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...