আগের ম্যাচে স্পেনের গোলরক্ষক দলকে নিজ গোল করে পিছিয়ে দিয়েছিলেন। আজ সুইসদের বিরুদ্ধে টাইব্রেকারে তিনি দুটি পেনাল্টি শট আটকে দিয়ে দলকে সেমিফাইনালে তুললেন। ১২০ মিনিট খেলার পর ফল ছিল ১-১। ৮ মিনিটে সুইজারল্যান্ডের জাকারিয়া সেম সাইড গোল করেন। ৬৮ মিনিটে খেলায় সমতা ফেরান সুইসদের শাকিরি। ৭৭ মিনিটে লালকার্ড দেখেন ফ্রিউলার এবং তারপর সুইসরা ১০ জনে বাকি সময় লড়াই করে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...