ইংল্যান্ডের লড়াই কঠিন

আজ রোমে ইংল্যান্ড খেলতে নামছে ইউক্রেনের বিরুদ্ধে। কোচ সাউথগেট বলেন  প্রতিপক্ষ  খুবই গতির সঙ্গে খেলে এবং তারা খুবই বিপজ্জনক। তাদের  শারীরিক গঠন খুব  মজবুত। তাদের কোচ খুব ভালভাবে দলটাকে গঠন করেছেন এবং পুরো ম্যাচেই খুব সতর্ক থাকতে হবে। ইংল্যান্ডের  রাহিম স্টার্লিং চার ম্যাচে তিনটি গোল দিয়েছেন। তিনি গোল করতে খুব দক্ষ এবং যে কোন সময় খেলার রং বদলে দিতে পারেন।