আজ ইউক্রেন নামছে

ফিফার তালিকায় ইউক্রেনের স্থান ২৪ নম্বরে আর ইংল্যান্ডের স্থান  চতুর্থ ।  তবে সকলের ধারণা যে ইংল্যান্ডকে সহজে ছাড়বে না  ইউক্রেন। তাদের খেলোয়াড়দের  শারীরিক গঠন খুব মজবুত।  ইংল্যান্ডের সামনে তারা কঠিন প্রাচীর গড়ে তুলতে পারে। তাদের কোচ জানান ইংল্যান্ড শাক্তিধর দল  কিন্তু তারা তাদের ভয় পাচ্ছেন না। খেলায় অঘটন ও ঘটতে পারে। চোটের জন্য দলে  নেই বেসেদিন। তবে আগের ম্যাচের দলই  খেলতে নামবে বলে মনে করা হচ্ছে।