প্যাট্রিক শিক ভয়ঙ্কর

চেক দলের ভয়ঙ্কর স্ট্রাইকার প্যাট্রিক  শিককে নিয়ে চিন্তায় ডেনমার্ক দল  . তিনি ৪ ম্যাচে ৪ গোল করেছেন। হেড ও শট দুভাবেই গোল করতে তিনি সমান দক্ষ। তার দল আক্রমণে বিশ্বাসী এবং শুরু থেকেই চেকের আক্রমণে ঝাঁপিয়ে পড়ে।  এখন অবধি দলে চোট আঘাতের সমস্যাও নেই।