ইউরোতে দুরন্ত ইংল্যান্ড

জার্মানির বিরুদ্ধে জেতার পর ইংল্যান্ড দুরন্ত গতিতে ছুটছে। আজ তা হারিয়ে দিল ইউক্রেনকে ৪-০ গোলে। এবার তারা চলে গেল সেমিফাইনালে। গ্ৰুপের  খেলায় তাদের অধিনায়ক হ্যারি কেন কোন গোল করতে পারে   নি। জার্মানির বিরুদ্ধে এক গোলকরে সে আত্মবিশ্বাস ফিরে  পেয়েছে। আজ সে দু গোল করল। বাকি দুই গোল করেন ম্যাগুয়ের ও হেন্ডারসন। তাদের পরের প্রতিপক্ষ ডেনমার্ক।