২০০৮ ও ২০১২ তে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আগের ইউরোতে শেষ ষোলোর খেলায় ইটালির কাছে হেরে যায় স্পেন। এবারে স্পেন তার বদলা নিতে চায়। দুদলই তাদের প্রতিপক্ষকে ভাল করে চেনে । তবে স্পেন দলের কাছে খারাপ খবর তাদের খেলোয়াড় সারাবিয়ার চোট। তিনি আগের ম্যাচে খেলার সময় চোট পেয়েছেন। ফলে সেমিফাইনালে তিনি অনিশ্চিত। সোমবার জানা যাবে তিনি খেলবেন কি না।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...