ইতালি কোচ আশাবাদী

আজ ২০২০ র ইউরো কাপের সেমিফাইনালে  পরস্পরের মুখোমুখি হবে স্পেন ও ইতালি। এই ম্যাচ নিয়ে সকলেই উদগ্রীব।ইতালির কোচ জানান স্পেন তাদের নিজেদের ধরণে ফুটবল খেলবে।  তারা  নিজের পদ্ধতিতে খেলেই সফল হয়েছে। তাঁর দল স্পেনকে গুরুত্ব দিচ্ছে কিন্তু  ভয় পাচ্ছেন না। এই সব ম্যাচের আগে স্নায়ুর চাপ থাকে। কিন্তু ম্যাচ শুরু হলে তা দূর হয়ে যায়। ম্যাচে সফল হওয়া নিয়ে তিনি আশাবাদী।