ইংল্যান্ড হারতে চায় না

সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ডের  কাছে নতুন নয়। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য ইংল্যান্ড মরিয়া চেষ্টা চালাচ্ছে।  ১৯৬৬ তে  বিশ্বকাপ জেতার পর  ইংল্যান্ড আর কোন বড় প্রতিযোগিতা জিততে পারেনি। ১৯৯০,২০১৮ তে বিশ্বকাপে এবং ১৯৯৬তে ইউরোতে তারা সেমিফাইনালে হেরে যায়। ইংল্যান্ডের কোচ সাউথগেট এব্যাপারে জানেন এবং বলেছেন  শেষ চারে পৌঁছানোর পর তারা আত্মতুষ্ট নন।