করোনা সংক্রমণ যাতে না বৃদ্ধি পায় সেকারণে ডেনমার্কের সমর্থকেরা সেমিফাইনাল খেলা দেখতে লন্ডনে আসতে পারছেন না। একারণে তারা আশাহত। ডেনমার্কের ডিফেন্ডার জানান তারা ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেনকে আটকাতে প্রস্তুত। কেন এবারের নক আউট পর্বে ছন্দে রয়েছেন এবং ৩ গোল করে ফেলেছেন। তারা কেনের খেলার ধরণ ও তথ্য নিয়ে বিশ্লেষণ করে তাকে রুখে দিতে চান। কেন ভাল খেলোয়াড় তবে তাকে আটকে দিতে ডেনমার্ক প্রস্তুত। ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...